আমার নাম সাকিব হাসান। রোদ নিয়ে ক্যাপশন ব্লগ পোস্টটি আমি অমায়িক স্ট্যাটাস ওয়েবসাইটে প্রকাশিত করেছি। আমি প্রতি ২ মাস পর পর এই ব্লগ পোস্টটিতে নতুন নতুন রোদ নিয়ে ক্যাপশন যুক্ত করি। তাই আবার কখনো যদি রোদ নিয়ে ক্যাপশন দরকার হয় আমাদের ওয়েবসাইটে অবশ্যই আসবেন। রোদ নিয়ে ক্যাপশন ছাড়াও আরো নানা বিষয়ে ক্যাপশন পাবেন শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে।
আরেকটা বিষয় - আমাদের ওয়েবসাইট টি বুকমার্ক করে রাখুন। যাতে করে খুব সহজে আমাদের ওয়েবসাইটে আপনি আসতে পারেন।
একেবারে নতুন রোদ নিয়ে ক্যাপশন
প্রতিদিন সূর্যের নতুন রোদ, একেকটা নতুন স্বপ্নের সূচনা করে।
এক পশলা বৃষ্টির পরে একটু রোদের মতো ই, আমি আমার ভালোবাসায় তোমাকে স্নিগ্ধ করতে চাই।
ব্যস্ত শহরে রোদ যখন বিভীষিকা, তোমার আমার ভালবাসা সেখানে আলোকবর্তিকা।
যদি প্রহর শেষে প্রথম রোদে তোমার হৃদয় জাগে, তবে আমার আকাশ মেঘলা থাকুক তোমার মায়ার ছলে।
মেঘের আড়ালে যেভাবে সূর্য লুকায়, স্নিগ্ধ রোদের আলো ও তেমন আলতো করে ঠোঁটে ছুঁয়ে যায়।
পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে একটা হাস্যজ্জল রোদেলা দিনের জন্য অপেক্ষা করে।
কথায় আছে, প্রভাতের প্রথম রোদ যখন কারো মুখে পড়ে, তার হৃদয়ে হাজারো বৃষ্টি কনা ঝংকার দিয়ে ওঠে।
দুপুর বেলায় সূর্যটা যেমন মাথার ওপরে উঠে আলো দেয়, আমিও সারা জীবন তোমাকে ঐভাবে আলো দিতে চাই।
মাঝে মাঝে দুপুর বেলায় ঘন বৃষ্টির পর সূর্যটা যেন রোদেলা হয়ে ওঠে।
অবাধ্য রোদ আর অসহ্য দুপুর। তবুও তুমি আর আমি মিলে এক প্রশান্ত মুহুর্ত।
প্রতিদিন সূর্যের নতুন রোদ, একেকটা নতুন স্বপ্নের সূচনা করে।
এক পশলা বৃষ্টির পরে একটু রোদের মতো ই, আমি আমার ভালোবাসায় তোমাকে স্নিগ্ধ করতে চাই।
যেভাবে রোদ প্রভাবফেরির সঙ্গী হয়, আমি চাই তুমিও সেভাবেই আমার হৃদয়ে আসন গ্রহণ করো।
মেঘের আড়ালে যেভাবে সূর্য লুকায়, স্নিগ্ধ রোদের আলো ও তেমন আলতো করে ঠোঁটে ছুঁয়ে যায়।
এতো টা রোদ তোমারও হোক, যতটা রোদে পুরো আকাশ প্রজ্বলিত হয়।
কথায় আছে, প্রভাতের প্রথম রোদ যখন কারো মুখে পড়ে, তার হৃদয়ে হাজারো বৃষ্টি কনা ঝংকার দিয়ে ওঠে।
যেই রোদ তোমারও সেই রোদ আমার ও। শুধু তোমার আকাশে স্নিগ্ধ রোদ, আর আমার আকাশে কড়া।
মানুষ সফলতা চায়, শুধু কেউ দুঃখের রোদে পুড়তে চায় না।
আকাশ যেভাবে মিষ্টি রোদকে নিজের মাঝে আগলে রাখে, ঠিক সেভাবে আমিও তোমাকে আমার কাছে আগলে রাখবো।
প্রতিদিন দুপুরবেলায় নতুন সূর্যের নতুন আলো কি যে লাগে ভালো।
কেন বারে বারে তোমার আকাশে হালকা মেঘের সাথে সূর্যটা লোকা চুপি খেলে আর আমার আকাশে সূর্যটা যেন কড়া।
সূর্য থেকে রোদ যেভাবে হাজার মাইল বেগে পৃথিবীতে ছুটে আসে, আমিও মাঝে মাঝে তোমার কাছে সেভাবেই ছুটে আসি।
পৃথিবীর যত সুন্দর আছে সেই সৌন্দর্যটা যেন দুপুরবেলাতে এসে কিছুক্ষণের জন্য আমাকে আনন্দ দিয়ে যায়।
দুপুরবেলায় রোদের মধ্যে নিজে পড়ে তোমার ভালোবাসা বহন করি।
পড়ন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়
উদাসী বাতাস এসে কানে কানে কত কথা বলে যায়।
ওই দুপুর বেলায় ব্যস্ত শহরে রোদে যখন বিভীষিকা, তোমার আমার ভালোবাসা সেখানে আলোক বর্তিকা।
সকালের রোদ আসলে রাতের অন্ধকারকে টুকরো টুকরো করে জ্বালিয়ে পৃথিবীকে আলোকিত করে তোলে। তেমনি আমিও আমার ভালবাসায় তোমার হৃদয়ে প্রদীপ জলিয়ে দেব।
রোদ যখন তোমার শহরে রংধনু ছাড়ায়, আমার শহরে তখন বৃষ্টিতে লুটপাট।
✘✘
༒
বুঝলাম༎ না༎ সূর্য༎কি༎ হরলিক্স༎ নাকি༎ কমপ্লেন ༎খাইছে༎ হঠাৎ༎ এত༎ তেজ༎ বাড়ছে༎ কেন༎?༐👄
༒
✘✘
✘✘
ডিয়ার༎ সূর্যমামা༎ একটু༎ দয়া༎ কর༎ সবার༎ তো༎ আরভ বাতাস༎ করার༎ মানুষ༎ নাই༎ 💚🌻
✘✘
বেশি গরম লাগলে অজ্ঞানের ভাব ধরুন” দেখবেন সবাই বাতাস করতেছে..!!
আরবের মত রোদ দিসো খোদা” এবার শায়খ দের মত একটা করে বউ দাও।
আচ্ছা গরম, লাগছে গরম
বিষণ গরম, চরম গরম !””
এই গরমের তাপেতে
মনটা আমার হাফে যে,,,,,
বিকেলের রোদ নিয়ে ক্যাপশন
শেষ বিকেলের আলো গোধূলি লগ্নে, সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম লগ্নে।
বিকেলের শেষ আলোতে পড়েছে তোমার মনে এখনো রোদের আভা লেগে আছে আকাশ গগনে।
বিকেল বেলার পড়ন্ত রোদ্দুরে তোমার মিষ্টি হাসিটা যেন মন-প্রাণ ছুঁয়ে থাকে।
আমার একলা বিকেল
সন্ধ্যা ছায়া
নীরবতায় হিমেল
হাওয়া ….
শেষ বিকালের শান্ত আলো এসে পরে অন্য আঙিনায় আমি খুঁজি ফিরি তাকে দু চোখ থাকে মিথ্যে আশায়।
শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।
পড়ন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়, উদাসী বাতাস এসে কত কথা বলে যায়।
বিকেল মানেই মজা,
বিকেল মানেই আনন্দ
তাই প্রতিটি বিকেলই
নতুন নতুন মনে হয়
শেষ বিকেলের পড়ন্ত রোদ পিঠে নিয়ে দিন আর সাজের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
বিকেলের পড়ন্ত রোদ্দুরে
বাড়ি ফেরা পথ ধরে
কেউ একজন আসবে ভেবেই
জানালায় বসে কেটেছে প্রহর
এলো না সে ।
দিগন্তরেখা ছুতে একা একা হেঁটে চলা পড়ন্ত কাল অস্তগামী সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল।
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
রঙিন খামে যত্নে লেখা আমারই নাম
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম।
মেঘে মেঘে ছুঁয়েছে আকাশ কালো ঢেকে গেছে বিকেলের রোদ মনে আছে দীর্ঘ আশায় কোন পড়ন্ত বিকেলে পাবো তোমার খোঁজ।
বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড় বিকেল মানে ক্রিকেট ফুটবলার মাঠের চিৎকার।
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
চলনা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ি দুজনে পাতা হাতে লাইনে দাঁড়াই কোন ফুচকার দোকানে।
ঠোঁটে মাকা হাসি নিয়ে বই দিয়ে বেলা পিছন ঘুরে অতীত দেখে অলস বিকেল বেলা।
সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত বিকেলের শেষ রোদটুকু এত কদর।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো.
রাত জেনো ছুটি নেই তোমার আলো,
তাই বাসি ভালো, সোনার আলো…….
সেই বিকেলটা ধূসর লাগে, একলা কেমন, আমার সাথে ভীষণ মিলে আজ না হয় ফের বদলে গেলে, হঠাৎ আপন, অনেক আগে যেমন ছিলে।
আমাকে শুনতে দাও,
আমি কান পেতে আছি।
পড়ে আসছে বেলা;
পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে
কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান।
বিকেলে আমি বহু সাধ করে আমার স্বপ্ন-সিঁড়ির বুনিয়াদ গড়ি। তাই তো বিকেল আমার কাছে এতটা বিশেষ।
পড়ন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়
উদাসী বাতাস এসে কানে কানে কত কথা বলে যায়।
আহা! এই সুন্দর সোনালী বিকেল, আর সেই অনির্বচনীয় মুহূর্তে শুধু তুমি আর আমি থাকি একে অপরে মগ্ন।
শেষ বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি
টুকরো টুকরো মন খারাপের কোলাজ জলছবি ।
রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন
আসলে প্রতিদিন একবার হলেও রোদেলা আকাশ দেখা উচিত। কেমন আকাশ হলো মানুষের মনের খোরাক।
মানুষ আদিকাল থেকেই রোদেলা আকাশের পানে তাকিয়ে নিজের মানবিক স্বত্বাকে শক্তিশালী করতো।
রোদেলা আকাশ আমাদের জন্য এই শিক্ষা দেয় যে, আপনি যত বিশাল আপনার দুঃখের আগুন ততো বেশি কড়া।
মানুষ মাত্রই বিশাল হৃদয়ের অধিকারী হতে চায়, শুধু রোদেলা আকাশের মত তাপে পুড়তে চায়না।
রোদেলা আকাশ’ আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে, সামরিক অন্ধকারাচ্ছন্ন মেঘ এবং সামরিক দুঃখ কখনোই চিরস্থায়ী হয় না।
ঝলমলে রোদেলা আকাশ’ প্রকৃতির সুস্বাস্থ্যের বর্ণনা করে। প্রকৃতি যতটা সুস্থ, সেদিনের আকাশ ঠিক ততটাই রোদ্রউজ্জল।
শুভ্র রোদেলা আকাশ’ প্রতিদিনের জন্য নতুন দিনের সূচনা করে।
রোদেলা আকাশের দিকে তাকিয়ে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে, এখানে এমন কিছু আছে যা কখনো কেউ স্পর্শ করতে পারেনি।
রৌদ্র ঝড়া আকাশ মানুষের ক্রোধের সমরূপ প্রকাশ করে। যেখানে রয়েছে আকাশের বিশালতা এবং রৌদ্রের অগ্নিরূপ।
মেঘাচ্ছন্ন আকাশ ফুঁড়ে রোদের উঁকি ঝুঁকি মনে করিয়ে দেয় যে, দুঃখের পরেই আসে সুখ।
কখনো ভেবে দেখেছেন কি? একটা রোদেলা আকাশ ও আপনার মনের গভীরে থাকা অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে। তাই চোখ খোলা রাখুন এবং হৃদয়কে সম্প্রসারিত করুন।
নীল আকাশের সাথে রোদের লুকোচুরি,
যেমন তোমার হৃদয় জানিয়ে দেয় আমার সাথে আড়ি।
আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়েই বুঝিয়ে দেয় যে, তাকে ও রোদে পুড়ে উজ্জ্বল হতে হয়। যেমনটা আমরা ও দুঃখে পুড়ে খাঁটি হই।
রোদেলা আকাশ’ যতটা না সুন্দর দৃশ্য, তার চেয়ে বেশি সে মহত্ত্ব বহন করে। রোদেলা আকাশ’ আমাদেরকে মহৎ হতে শেখায়।
বিশাল আকাশ যেখানে হৃদয় মেলিয়া ধরে, রোদ সেখানে সোনার আলোয় ভরিয়ে দেয়।
আমার হৃদয়ে হাজারো স্বপ্নে তেমনি করে সাজে,
নীল আকাশে রোদের চাদর যেমনি করে ভাসে।